People Need A Browser To Browse The Internet, It Is Mandatory To Have A Browser On Your Desktop Or Your Device. So For The Internet Browser, Google Chrome Is The Popular Browser, There Are A Large Number Of People Who Use Chrome As Their Main Browser. In The World Over 3.2 Billion People Use Chrome.
So Many Extensions In Google Chrome, Chrome Extension Is That, Makes It Easy For The User To Browse The Internet In Chrome.
The Extensions Are The Shortcut Of So Many Programs, Extensions Can Be Installed To Chrome To Customize Your Browser, Today We Will Be Informed About The Top 5 Chrome Extensions. Now Let’s Know About Them.
আমরা Part -1 ব্লগে ৫ টি Extension সম্পর্কে জেনেছিলাম এবং ওইগুলোর কাজ এবং ইনষ্টলকরার পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। Part-2 ব্লগে আমরা তেমনি কিছু Top USS full Extension সম্পর্কে জানবো।
তাহলে Top 5 Chrome extensions part-2 এর মধ্যে এগুলোর একটু বেসিক ধারনা এবং এর ব্যবহার সম্পর্কে জানা যাক !
Number-1( Notepad ) অনলাইনে কাজ করতে গেলে দেখা যায়, আমাদের অনেক কিছু Notepad এর মধ্যে রাখতে হয়।এর জন্য হয়তো আমরা আলাদা কোনো কিছুতে এগুলো লেখি হয়তো সেটা Password, অথবা কোনো link বা লেখা। তাদের জন্য খুব সহজ এবং কাজের একটি Extension Notepad।
Number-2 ( Read Aloud ) অনেকেই হয়তো অনলাইনে বই, আর্টিকেল, অথবা খবর পড়তে পচ্ছন্দ করেন। তবে পড়তে পড়তে বোরিং লাগে স্কিনে বেশিহ্মন তাকিয়ে থাকলে চোখ ব্যাথা হয়ে যায়। তাদের জন্য Read Aloud Extension টি আপনাকে পড়তে হবে না। যেই পেজ পড়তে চান ওইখানে গিয়ে এটা Active করে দিবেন তাহলে আপনাকে পড়ে শোনাবে।
Number-3 ( Hover zoom ) আমরা যখন Google এ কোনো imageবাছাই করতে যাই। তখন ওই image টি বড় করে দেখতে ওইটাতে ক্লিক করতে হয়। এই কাজটিকে সহজ করতে Hoverb Zoom Extension টি কাজে লাগাতে পারেন। এটা Active করার পরেই আপনি যখন image এর উপর মাউস রাখবেন Image টি ওই পেজেই বড় হয়ে আপনার সামনে আসবে।
Number-4 ( Google Translate) প্রতিটা দেশের আলাদা-আলাদা ভাষা রয়েছে যার মাধ্যমে সে তার মনের ভাব ফুটিয়ে তুলে। এখন আমরা তো অন্য দেশের ভাষা বুঝি না। এবং এতো ভাষা পড়তে ও বুঝতে পারি না। তাই এর জন্য Google Translate ব্যাবহার করে থাকি। তবে এর জন্য লেখা Copy করে paste করতে হয়। এই কাজকে সহজ করতে GoogleTranslate Extraction এর মাধ্যমে লেখাটি সিলেক্ট করলেই আপনি এর যেকোনো ভাষার অনুবাদ দেখতে পারবেন।
Number-5 ( Chrome Lock ) আমরা যখন Pc বা Laptop এর সামনে বসি তখন Chrome Browserএর মধ্যে সব করি। এবং এখানে থেকে যায় আমাদের অনেক জরুলি ইনফরমেশন ও অনেক তথ্য এগুলো থেকে আমরা অনেক সময় Logout করি না। যার কারনে যেকোউ চাইলে আমার ব্লাউজারে প্রবেশ করে পারে। তাই Chrome Lock এই Extraction আমাদের কাজে লাগে আপনি যতোবার আপনার Chorome এ প্রবেশ করবেন আপনার থেকে পাসওয়ার্ড নিবে পাসওয়ার্ড ছাড়া আপনাকে প্রবেশ করতে বা কোনো সাইডে ঢুকতে দিবে না।
এখন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে Google Chrome Browser এ ইনষ্টল বা প্লাগিন করা যায়।
Google Chrome ব্রাউজার সব থেকে বেশি ব্যবহার হওয়ার কারনে এখানে আপনারা হাজার হাজার কাজের এবং মজাদার BrowserExtensions বা Plugins পেয়ে যাবেন। তাই আমি আপনাদের Google Chrome এ Plugin ইনস্টল করার নিয়ম দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, Chrome Browser এ Extension ইনস্টল করার জন্য আপনাকে নিজের ক্রোম ব্রাউজারে Google Account আইডি Login থাকতে হবে। তারপর আপনি নিচে দেয়া স্টেপ গুলি ফলো করে Extensionsইনস্টল করতে পারবেন। এবং সব গুলোর জন্য নিয়ম একই রকম।
Chrome browser থেকে ”Notepad” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-1 ( Notepad )
Step -1. Google Chrome এ গিয়ে Three Dot মেনু তে ক্লিক করে।
More Tools এর উপর মাউস রেখে “Extension” অপশনে ক্লিক করবেন।
Step-2. এখন Chrome এর Extension পেজ দেখবেন যেখানে ৩টি লাইনের আইকন বা যাকে Three ডট মেনু বলে সেখানে ক্লিক করুন।
Step-3.এখন একটি নতুন পেজ দেখবেন যেখানে সবচেয়ে নিচে “Open Chrome Wab Store” এর লিংক আইকন থাকবে।
উপরে বডার করে দেখানো হয়েছে সেই আইকনে ক্লিক করুন।
Step -4.এখন আপনারা ”Chrome Wab Store extensions” পেজ দেখবেন যেখানে হাজার হাজার Extension বা ব্রাউজার প্লাগিন রয়েছে।
এখন আপনি Search সার্চ বস্ক দেখবেন এখানে ক্লিক করে। Notepad লিখে কিবোর্ড এর Enter বাটন স্পেস করুন।
( এই হলো Wab Store এ ঢুকার প্রাথমিক প্রসেস। এখন থেকে আমরা এভাবেই wab Store এ যাব গিয়ে নিচের স্কিনশর্ট এর মতো করে প্রসেস চালাবো )
Step-5. এখন আপনার বানান যদি সঠিক হয় তাহলে,
সবার উপরে এই Extension টি দেখা যাবে। এটিতে ক্লিক করুন।
Step-8.ওইটায় Click করার সাথে সাথে একটি Logoবিস্কিটের সাইডে Add হয়ে যাবে। এখন আপনি যেখান থেকে লেখা বা যা Copy করতে চাচ্ছেন সেখানে চলে যান। লেখা বা যা আপনি Notepad এ রাখতে চান সেটা সিলেক্ট করুন। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে Copy করুন।
তারপর Notepad এর আইকনে ক্লিক করুন
এখন ওইখানে আপনি যা note করতে চাচ্ছেন সেটা Pasteকরে দিন।আপনি যদি এখন Chrome থেকে বাহির হয়ে যান বা আপনি এটা যদি কোনো কারনে আনষ্টল ও করেন। পরে এটা ইনষ্টল করলে আপনি যা যা রেখেছেন তা আগের জায়গায় থাকবে। Delete হবে না।
Chrome browser থেকে ”Read Aloud” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-2 ( Read Aloud )
উপরের Step-4. পর্যন্ত Follow করে নিচের Step গুলো Follow করুন। কারন Wab Store এ প্রবেশ করার Process একই রকম
Step-1. Wab store এ যাওয়ার পর সেখানে সার্চ করবো Read Aloud, তারপর সবার উপরে যেটা আসবে ওইটায় ক্লিক করবো।
Step-2. একটি পেজে Extensions টি আসবে এটির কনারে Add to Chrome লেখা দেখবেন ওইটায় ক্লিক করবেন।
Step-3. তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে, আপনি Add Extension এ ক্লিক করবেন।
Step-4. উপরে বিস্কুট এর মতো একটি আইকন দেখবেন যেখানে Extansion থাকে সেটায় ক্লিক করবেন।তারপর Pin করবেন।
Step-5. এখন ওইটার Extansion এর Logo Add হয়ে যাবে। এখন আপনি যেই কন্টেন্ট পড়তে চাচ্ছেন সেই জায়গায় যাবেন। ডেমো হিসাবে আমি আমাদের wab site এর একটি কন্টেন্ট এ গেলাম।
এখন Read Aloud এর Logo তে ক্লিক করে দিবো তাহলে দেখবেন আপনার কন্টেন্টি যেই ভাষায় আছে অটোমেটিক সেই ভাষায় আপনাকে পড়ে শোনাবে। এহ্মেতে আপনার Pc বা Laptop এর সাথে স্পিকার বস্ক বা হেডফোন সংযোগ থাকলেই হবে।
এই Extansion install করার পর বুঝতে সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন।
Chrome browser থেকে ”Hoverzoom” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-2 ( Hover zoom )
Step-1. Wab store এ যাওয়ার পর সেখানে সার্চ করবো Hover zoom, তারপর ৩ নাম্বার এ যেটা আসবে ওইটায় ক্লিক করবো।
Step-2. একটি পেজে Extensions টি আসবে এটির কনারে Add to Chrome লেখা দেখবেন ওইটায় ক্লিক করবেন।
Step-3. তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে, আপনি Add Extension এ ক্লিক করবেন।
Step-4. উপরে বিস্কুট এর মতো একটি আইকন দেখবেন যেখানে Extansion থাকে সেটায় ক্লিক করবেন।তারপর Pin করবেন।
Step-5. এখন ওইটার Logo Add হয়ে যাবে। এখন আমরা যেই সাইডে থেকে image গুলো দেখতে চাচ্ছেন সেই Site চলে যাবেন।
আমি ডেমো হিসাবে Google image থেকে দেখাচ্ছি। এখন দেখুন যেকোনো ছবির উপর মাউস রাখলেই সেটি বড় হয়ে আসছে। আপনি এখন এই Extansion ব্যবহার করে যেকোনো সোসাল মিডিয়া বা যেকোনো Site ব্যবহার করতে পারেন।
Chrome browser থেকে ”Google Translate” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-2 ( Google Translate )
Step-1. Wab store এ যাওয়ার পর সেখানে সার্চ করবো Google Translate, তারপর ৩ নাম্বার এ যেটা আসবে ওইটায় ক্লিক করবো।
Step-2. এখন একটি পেজে এমন একটি image আসবে এটির কনারে Add to Chrome লেখা দেখবেন ওইটায় ক্লিক করবেন।
Step-3. তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে, আপনি Add Extension এ ক্লিক করবেন।
Step-4. উপরে বিস্কুট এর মতো একটি আইকন দেখবেন যেখানে Extansion থাকে সেটায় ক্লিক করবেন। তারপর Pin করবেন।
Step-5. এখন ওইটার Logo Add হয়ে যাবে। এখন আমরা একটি আর্টিকেল এর পেজে যাবো, গিয়ে যেই লেখাটি Translateকরতে চাচ্ছি, সেই লেখাটি সিলেক্ট করে।
Google Translate এর Logo তে ক্লিক করবো।
Click করার সাথে সাথে আপনি দেখবেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী ভাষা Translated করে দিবে।
Chrome browser থেকে ”Chrome lock” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-2 ( Chrome lock )
Step-1. Wab store এ যাওয়ার পর সেখানে সার্চ করবো Chrome lock তারপর সবার উপর এ যেটা আসবে ওইটায় ক্লিক করবো।
Step-2. এখন একটি পেজে এমন একটি image আসবে এটির কনারে Add to Chrome লেখা দেখবেন ওইটায় ক্লিক করবেন।
Step-3. তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে, যেখানে Password চাইবে আপনি যেটা PasswordSet করতে চাচ্ছেন সেটা Set করে Ok ক্লিক করুন।
Ok ক্লিক করার পর এমন একটি পেজ আসবে। এটার মতো করে follow করে Ok ক্লিক করুন।
তারপর আপনার ব্রাউজার টি ক্লোজ হয়ে যাবে । যখন আপনি ওপেন করবেন ঠিক এমন Password চাইবে।
এখন আপনি Chrome সিকিউর ভাবে Uss করতে পারবেন ।
Extansion গুলোinstall করার সময় কোনে পবলেম হলে Youtube থেকে এর ব্যপারে জেনে নিতে পারেন। এই সম্পর্কে YouTube এ বিস্তারিত পাবেন:
Leave a Reply