People Need A Browser To Browse The Internet, It Is Mandatory To Have A Browser On Your Desktop Or Your Device. So For The Internet Browser, Google Chrome Is The Popular Browser, There Are A Large Number Of People Who Use Chrome As Their Main Browser. In The World Over 3.2 Billion People Use Chrome.
So Many Extensions In Google Chrome, Chrome Extension Is That, Makes It Easy For The User To Browse The Internet In Chrome.
The Extensions Are The Shortcut Of So Many Programs, Extensions Can Be Installed To Chrome To Customize Your Browser, Today We Will Be Informed About The Top 5 Chrome Extensions. Now Let’s Know About Them.
আমরা Part -2 ব্লগে ৫ টি Extension সম্পর্কে জেনেছিলাম এবং ওইগুলোর কাজ এবং ইনষ্টল করার পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। Part-3 ব্লগে আমরা তেমনি কিছু Top Ussfull Extension সম্পর্কে জানবো।
তাহলে Top 5 Chrome extensions part-3 এর মধ্যে এগুলোর একটু বেসিক ধারনা এবং এর ব্যবহার সম্পর্কে জানা যাক !
Number-1 ( Dark Reader ) আমরা অনেকেই Facebook এর মতো কিছু সাইড গুলোয় Dark Mode ব্যবহার করতে পারি। তবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে অনেক সাইড ভিজিট করে থাকি। সেগুলোতে এমন অপশন থাকে না। যার কারনে কম্ফোর্ট ফিল হয় না। তাই (Dark Reader) Extansion এটির কাজ যেকোনো সাইডের White Theme কে Dark Mode এ পরিবর্তন করা।
Number-2 ( Grammarly for Chrome ) ইংরেজি শব্দ গুলো লিখতে গেলে ভুল হয় তবে সেগুলো আমাদের চোখে পরে না। এবং অনেক রাইটার এবং স্টুডেন্ট লেখালেখি করতে গিয়ে লেখার শব্দের ভুল ধরতে পারে না। তাই Grammarly এটির মাধ্যমে আপনি যেখানেই লেখালেখি করুন। ঐ জায়গায় আপনার লেখার শব্দ টি ভুল হলে সেটি চিহ্নিত করে দিবে। এবং ওইটি আপনি ১ ক্লিকে সঠিক করে ফেলতে পারবেন।
Number-3 ( Google input Tools ) আমরা অনেকই ইংরেজি তে বাংলা লেখি, তবে যখন আমরা Google ব্লাউজারে ইংরেজিতে বাংলা লেখি অনেক সময় Google আমাদের সঠিক রেজাল্ট দেখায় না। তাই Google input tools এর মাধ্যামে আপনি যেই ভাষায় সার্চ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে আপনি বাংলা ইংরেজি টাইপিং করলে, সেখানে বাংলা টাইপিং উঠবে এবং যেটা সার্চ করবেন সেটার অধিকাংশ রেজাল্ট যেই ভাষা সিলেক্ট করেছিলেন সেই ভাষায় আসবে।
Number-4 ( Video Speed Controller) অনলাইনে ভিডিও দেখতে গেলে কিছু ভিডিও আছে স্লো চলে মনে হয় আস্তে কথা বলছে আবার অনেক ভিডিও ফাষ্ট চলে। এগুলো কন্টোল করার জন্য সেখানে স্পিড কান্টলার দিয়ে দিলেও সেগুলো দিয়ে হয়তো অনেক বেশি আবার অনেক কম স্পিড কন্টোল হয়। অনেক জায়গায় স্পিড কান্টোলার এর অপশন পাওয়া যায় না। তাই যেকোনো জায়গায় আপনি Video Speed Contoller ব্যবহার করতে পারেন এবং প্রয়োজন মতো ভিডিও এর স্পিড কমাতে বাড়াতে পারেন।
Number-5 ( Awesome Screenshot & Screen Recorder ) কম্পিউটার ব্যবহার করার সময় ওয়েবসাইট এবং অনেক জায়গার স্কিনশর্ট নিতে হয় তবে এর জন্য বহু সফটওয়্যার ও Extansion রয়েছে তবে সেগুলোতে তেমন ভালো সার্ভিস পাওয়া যায় না। আমরা পুরো একটি সাইডের উপর থেকে নিচ পর্যন্ত স্কিনশর্ট নিতে চাই এবং শর্ট ভিডিও বানাই এর জন্য ভালো সফটওয়্যার বা Extansion পাই না তাদের জন্য এই Awesome Screenshot & Screen Recorder Extansion এটির মাধ্যমে লং স্কিনশর্ট শর্ট ও ভিডিও বানাতে পারবেন।
এখন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে Google Chrome Browser এ ইনষ্টল বা প্লাগিন করা যায়।
Google Chrome ব্রাউজার সব থেকে বেশি ব্যবহার হওয়ার কারনে এখানে আপনারা হাজার হাজার কাজের এবং মজাদার Browser Extensions বা Plugins পেয়ে যাবেন। তাই আমি আপনাদের Google Chrome এ Plugin ইনস্টল করার নিয়ম দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, Chrome Browser এ Extension ইনস্টল করার জন্য আপনাকে নিজের ক্রোম ব্রাউজারে Google Account আইডি Login থাকতে হবে। তারপর আপনি নিচে দেয়া স্টেপ গুলি ফলো করে Extensions ইনস্টল করতে পারবেন। এবং সব গুলোর জন্য নিয়ম একই রকম।
Chrome browser থেকে ”Dark Reader” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-1 ( Dark Reader )
Step -1. Google Chrome এ গিয়ে Three Dot মেনু তে ক্লিক করে।
More Tools এর উপর মাউস রেখে “Extension” অপশনে ক্লিক করবেন।
Step-2. এখন Chrome এর Extension পেজ দেখবেন যেখানে ৩টি লাইনের আইকন বা যাকে Three ডট মেনু বলে সেখানে ক্লিক করুন।
Step-3. এখন একটি নতুন পেজ দেখবেন যেখানে সবচেয়ে নিচে “Open Chrome Wab Store” এর লিংক আইকন থাকবে।
উপরে বডার করে দেখানো হয়েছে সেই আইকনে ক্লিক করুন।
Step -4. এখন আপনারা ”Chrome Wab Store extensions” পেজ দেখবেন যেখানে হাজার হাজার Extension বা ব্রাউজার প্লাগিন রয়েছে।
এখন আপনি Search সার্চ বস্ক দেখবেন এখানে ক্লিক করে। Dark Reader লিখে কিবোর্ড এর Enter বাটন স্পেস করুন।
( এই হলো Wab Store এ ঢুকার প্রাথমিক প্রসেস। এখন থেকে আমরা এভাবেই wab Store এ যাব গিয়ে নিচের স্কিনশর্ট এর মতো করে প্রসেস চালাবো )
Step-5. এখন আপনার বানান যদি সঠিক হয় তাহলে,
সবার উপরে এই Extension টি দেখা যাবে। এটিতে ক্লিক করুন।
Step-6. এখন Add To Chrome এ ক্লিক করুন।
তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে |
Add Extension লেখা থাকবে সেখানে ক্লিক করুন।
Step-7. এখন Extension আইকন যেটাকে বিস্কিট বলি সেটায় ক্লিক করুন।
এখন এটাকে Pin করুন ।
Step-8. ওইটায় Click করার সাথে সাথে একটি Logo বিস্কিটের সাইডে Add হয়ে যাবে। Add হওয়ার সাথে সাথে এটা Active হয়ে যাবে। এখন আপনি যেই Site যান না কেনো সব জায়গায় Dark Mode হয়ে যাবে। Damo হিসাবে আমি আমাদের Site চলে গেলাম।
Chrome browser থেকে ”Grammarly for Chrome” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-2 (Grammarly for Chrome )
উপরের Step-4 পর্যন্ত Follow করে নিচের Step গুলো Follow করুন। কারন Wab Store এ প্রবেশ করার Process একই রকম |
Step-1. Wab store এ যাওয়ার পর সেখানে সার্চ করবো Grammarly লিখে তারপর সবার উপরে যেটা আসবে ওইটায় ক্লিক করবো।
Step-2. একটি পেজে Extensions টি আসবে এটির কনারে Add to Chrome লেখা দেখবেন ওইটায় ক্লিক করবেন।
Step-3. তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে আপনি Add Extension এ ক্লিক করবেন।
Step-4. উপরে বিস্কুট এর মতো একটি আইকন দেখবেন যেখানে Extansion থাকে সেটায় ক্লিক করবেন। তারপর Pin করবেন।
Step-5. এখন ওইটার Extansion এর Logo Add হয়ে যাবে।
Logo তে ক্লিক করলে আপনাকে Sing Up বা Login করতে বলবে। আপনাকে এখানে একটি একাউন্ট খুলতে হবে।
একাউন্ট না থাকলে করে নিবেন একাউন্ট করতে না পারলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। এই বিষয় সেখান থেকে দেখে করে নিবেন।
Step-6. এখন আপনি যেখানে লেখালেখি করেন। সেখানে চলে যাবেন। আমি Google Docs এ লিখে দেখাচ্ছি,
এখন আপনি যদি কোনো অহ্মর ভুল করেন তাহলে এটি দেখিয়ে দিবে কোথায় ভুল হয়েছে। ভুল অহ্মর এর উপর মাউস রাখুন তার নিচে ওই শব্দের সঠিক বানান দেখাবে।
Chrome browser থেকে ”Google input Tools ” Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-3 ( Google input Tools )
উপরের Step-4 পর্যন্ত Follow করে নিচের Step গুলো Follow করুন। কারন Wab Store এ প্রবেশ করার Process একই রকম |
Step-1. Wab store এ যাওয়ার পর সেখানে সার্চ করবো Google input Tools লিখে তারপর সবার উপরে যেটা আসবে ওইটায় ক্লিক করবো।
Step-2. একটি পেজে Extensions টি আসবে এটির কনারে Add to Chrome লেখা দেখবেন ওইটায় ক্লিক করবেন।
Step-3. তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে আপনি Add Extension এ ক্লিক করবেন।
Step-4. উপরে বিস্কুট এর মতো একটি আইকন দেখবেন যেখানে Extansion থাকে সেটায় ক্লিক করবেন। তারপর Pin করবেন।
Step-5. কর্নারে Extansion এর পাশে এটার Logo দেখতে পারবেন | এটায় ক্লিক করে Extension Option এ ক্লিক করে ভাষা Settings এ চলে যাবেন।
Step-6. Logo তে ক্লিক করে আপনি যেই ভাষা টি নিয়েছিলেন, সেটিতে ক্লিক করে ভাষা এক্টিভ করে নিবেন।
এখন আপনি ইংরেজিতে টাইপ করলে সার্চ বারে আপনার বাংলা দেখা আসবে। এবং ওই সাবজেক্ট অনুযায়ী নিচে আরো রেজাল্ট দেখাবে।
আমি বাংলা ভাষা দিয়ে দেখালাম আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভাষা নিয়ে ইংরেজি তে টাইপ করলে ঐ দেশের ভাষা সার্চ বারে আসবে।
Chrome browser থেকে ”Video Speed Controller”Extensions কীভাবে প্লাগিন বা ইনষ্টল করবেন?
Number-2 ( Video Speed Controller)
Step-1. Video Speed Controller এই Extansion টি সার্চ করে খুজে পাওয়া যায় না তাই আমি লিংক দিচ্ছি এই লিংকে ক্লিক করে। Add To Chrome এ ক্লিক করবেন।
Download link : [ https://cutt.ly/oPU7smx ] ← Click it.
Step-2.তারপর চেকিং হয়ে এমন একটি মেনু আসবে, আপনি Add Extension এ ক্লিক করবেন।
Step-3. উপরে বিস্কুট এর মতো একটি আইকন দেখবেন যেখানে Extansion থাকে সেটায় ক্লিক করবেন।তারপর Pin করবেন।
Step-4. এখন ওইটার Logo Add হয়ে যাবে।এখন আপনি যেকোনো জায়গার Video আপনার প্রয়োজন অনুযায়ী স্পিডে কনট্রোল করতে পারবেন।
আমি Damo হিসাবে আমাদের Youtube Channel থেকে একটি Video Speed কন্টোল দেখালাম। Video এর মধ্যে Mouse নিলে এটি Show করবে এটির মধ্যে প্লাস (+) ১০ করে কমাতে বাড়াতে পারবেন।
Leave a Reply